May 5, 2024, 5:53 pm

কুয়াকাটায় থ্রীস্টার হোটেল পানসি রিসোর্টের শেয়ার বিক্রয়ের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : Saturday, November 18, 2023
  • 292 বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি :  কুয়াকাটায় থ্রীস্টার হোটেল পানসি রিসোর্টের শেয়ার বিক্রয়ের শুভ উদ্বোধন। সাগর কন্যা কুয়াকাটায় থ্রী স্টার মানের পানসি হোটেল এন্ড রিসোর্টের শেয়ার বিক্রয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ৭১’র আম্রকানন মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। ২০২৬ সালের জানুয়ারিতে বাণিজ্যিক ভিত্তিতে আংশিক চালু হবে। ২০২৮ সালে ১০তলা বিশিষ্ট ভবনের সকল কাজ সম্পন্ন হবে বলে আয়োজক সংস্থা জানিয়েছেন। চলতি বছরের ডিসেম্বর থেকে রিসোর্টটির পাইলিং দিয়ে কাজ শুরু করা হবে। উদ্যোক্তা কমিটির পরিচালক জিনাত আরা লিপি ও সিমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সেনাবাহিনীর কর্নেল (অব:) শামসুল হক, পিপলস ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল আমিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ধান গবেষণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.খায়রুল আলম ভুইঞা, মৃত্তিকা গবেষণা ইনষ্ট্রিটিউটের বিজ্ঞানী ড.আনিসুর রহমান, বিলস-বাংলাদেশ লেবার এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী।

পানসি হোটেল এন্ড রিসোর্টের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম খান জানিয়েছেন, সাগর কন্যা কুয়াকাটায় পানসি রিসোর্ট থেকে নৈসর্গিক শোভামণ্ডিত পর্যটন কেন্দ্রে একই স্থানে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করা যাবে। কুয়াকাটা পৌরসভা সংলগ্ন ৪ নং ওয়ার্ডের ৫৮ নং বাড়িতে রিসোর্টটি নির্মিত হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিংসহ জিম,স্প্রা সুবিধাসহ ৪০০-৫০০ স্কয়ার ফুটের ১৯০ টি রুম থাকবে। এছাড়া কনফারেন্স রুম, সুইমিং, বারবিকিউ, রুফটপ থেকে সুর্যাস্ত,সূর্যোদয় দেখা যাবে। প্রতিটি শেয়ার মূল্য ৫ লাখ টাকা। মাসে ৮ হাজার টাকা ৫০ কিস্তিতে পরিশোধ করে শেয়ার মালিকানা হস্তান্তর করা হবে। এক বিঘা জমির ওপর রিসোর্টটি নির্মিত হচ্ছে। একশো কোটি টাকা ব্যয়ে রিসোর্টটিতে দেশি বিদেশি পর্যটকদের জন্য নানা সুবিধা থাকবে। মধ্যবিত্ত মালিকানায় পরিচালিত রিসোর্টটির লেনদেনের জন্য আপাতত ঢাকায় অগ্রণী ব্যাংক মতিঝিল শাখায় হিসাব পরিচালিত হচ্ছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রতি শেয়ার বাবদ ১ লাখ টাকা বুকিং দিলে ৩০ দিনের মধ্যে শেষ হবে। ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর শেয়ার বিক্রি চলবে।

এই পোস্টটি আপনার স্যোসাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ